Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ জুলাই, ২০১৬ ২৩:১৮
বরখাস্ত নর্থ সাউথের প্রো-ভিসি
নিজস্ব প্রতিবেদক

গুলশানের হলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক এস এম গিয়াসউদ্দিন আহসানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক বেলাল আহমেদ বলেন, গতকাল ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম বরখাস্তের নির্দেশ দিয়ে বলেছেন, যেহেতু তাকে (গিয়াসউদ্দিন আহসান) ৫৪ ধারায় গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে, সেহেতু তাকে সাময়িক বরখাস্ত করা হলো। গিয়াসউদ্দিন বিশ্ববিদ্যালয়টির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ছিলেন। গত রবিবার এক মতবিনিময় সভায় জঙ্গিদের ‘ক্যান্সার’ উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম বলেছিলেন, ‘অপারেশন’ করে এই ক্যান্সার কেটে ফেলা হবে। এ ঘোষণার একদিন পর বরখাস্তের এই সিদ্ধান্ত এলো।

এই পাতার আরো খবর
up-arrow