মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কাদা ছোড়াছুড়ির কারণে জঙ্গিবাদ

নিজস্ব প্রতিবেদক

কাদা ছোড়াছুড়ির কারণে জঙ্গিবাদ

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, কাদা ছোড়াছুড়ির রাজনৈতিক সংস্কৃতি থেকে জঙ্গিবাদ জন্ম নিচ্ছে। এই সংস্কৃতি দেখে তরুণরা যে বিপথগামী হচ্ছে না সেটা কে বলবে? এমন রাজনৈতিক সংস্কৃতি থেকে তরুণরা কী মূল্যবোধ শিখবে? গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি) এবং জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট এ গোলটেবিলের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ধারণাপত্র উপস্থাপন করেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য আইএইচডি চেয়ারম্যান ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ। রাশেদা কে চৌধুরী আরও বলেন, ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন দ্বারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব। বিপথগামীরা সংখ্যায় নগণ্য। অপরাধ করে পার পেয়ে যাওয়া, অপরাধীদের শাস্তিদানে দীর্ঘসূত্রতা, পরিবারে সন্তানের সামনে মায়ের লাঞ্ছনা, মূল্যবোধের অবক্ষয়, সামাজিক বৈষম্য, রাজনৈতিক অপসংস্কৃতি, ধর্মবিশ্বাসের অপব্যবহার এবং অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপনে অভিভাবক ও শিক্ষকদের অক্ষমতা তরুণ এবং শিক্ষার্থীদের বিপথগামী করে চলেছে। সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। উন্নত দেশগুলোতে সন্ত্রাসীদের ধরে বিচারের আওতায় আনা হয়। কিন্তু আমাদের এখানে সন্ত্রাসীদের ধরে নিয়ে যাওয়ার পর এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হয়। সরকারের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারের পর ধূম্রজাল সৃষ্টি না করে বিচার করুন।

সর্বশেষ খবর