মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিরা ফিরে এসে তথ্য দিলেই ১০ লাখ

জামালপুর প্রতিনিধি

জঙ্গিরা ফিরে এসে তথ্য দিলেই ১০ লাখ

র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, যারা জঙ্গি তত্পরতায় লিপ্ত তারা দেশের শত্রু। মুসলমানদের শত্রু। এদের বিরুদ্ধে প্রত্যেককে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শত্রু জঙ্গি নির্মূলে দেশের প্রতিটি মানুষের চোখ হবে র‍্যাবের চোখ, বিজিবির চোখ, পুলিশের চোখ। আমরা সবাই মিলে জঙ্গি নির্মূলে কাজ করতে চাই। এদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গি আস্তানা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে পাঁচ লাখ টাকা এবং জঙ্গি থেকে ফিরে এসে আস্তানা সম্পর্কে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সোমবার বিকালে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল বাজারে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। র‍্যাব মহাপরিচালক আরও বলেন, বগুড়া ও জামালপুরের যমুনার দুর্গম চরাঞ্চলে জঙ্গি প্রশিক্ষণ হয় এমন তথ্য আমাদের কাছে রয়েছে। শোলাকিয়ার ঘটনায় আটক শফিউলকে এই চরাঞ্চলে প্রশিক্ষণ দেওয়া হয়। তাই পুরো চরাঞ্চল এখন আমাদের নজরদারিতে রয়েছে। র‍্যার মহাপরিচালক সাংবাদিকদের জানান, র‍্যাব-১২, র‍্যাব ১৪, বিজিবি ও পুলিশের যৌথ দল সোমবার ভোর থেকে দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে বেশকিছু জেহাদি বই, তিনটি চাপাতি, তিনটি ছুরি, ইলেকট্রিক তার ও এসএমজির ম্যাগাজিন রাখার একটি ব্যাগ উদ্ধার করা হয়। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় র‍্যাবের র‍্যাব-১২ কমান্ডার এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খান, র‍্যাবের এডিশনাল ডিআইজি অপারেশন কর্নেল আনোয়ার, পরিচালক অপারেশন লে. কর্নেল আজাদ, মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর