বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

১৩ হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিস

নিজস্ব প্রতিবেদক

 শহর এলাকার আবাসিক প্লট ও ভবনে থাকা ১২ হাজার ৯৫৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সরিয়ে নিতে নোটিস দিয়েছে সরকার। এসব নোটিসের জবাব পর্যালোচনা করে অননুমোদিত প্রতিষ্ঠান উচ্ছেদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

নোটিস দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন আবাসিক এলাকায় থাকা তিন হাজার ১৫টি, দক্ষিণ সিটি করপোরেশন এক হাজার ১৩৭টি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দুই হাজার ৪০০টি। এ ছাড়া খুলনা সিটি করপোরেশন ২৬টি, গাজীপুর ৩৭৬টি, কুমিল্লা ৪০টি, চট্টগ্রাম ১৫০টি, বরিশাল ৫৮টি, সিলেট ২৬টি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিস পাঠানো হয়েছে। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে ‘নগর এলাকার রাস্তার পাশে আবাসিক প্লট ও ভবনে রেস্তোরাঁ-বারসহ নানাবিধ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাজনিত সমস্যা নিরসনে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ক’ কমিটির সভা থেকে এ তথ্য জানানো হয়। সভা সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরীর আবাসিক এলাকায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন না করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে এসব মহানগরীগুলোর এলাকায় নতুন করে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স না দেওয়ার জন্য সিটি করপোরেশন, রাজউক এবং সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাজধানীসহ মহানগরীগুলোর আবাসিক এলাকায় প্লট ও ভবন থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে গত ৪ এপ্রিল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ অনুমোদন দেওয়া হয়। ওই সভায় আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনাগুলো না সরালে সেগুলো উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকেই সর্বশেষ অবস্থা জানতে গতকাল সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এ সভা করেন স্থানীয় সরকার সচিব।

সর্বশেষ খবর