Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২০ জুলাই, ২০১৬ ২৩:১০
দলের প্রার্থিতা নিশ্চিত ট্রাম্পের
দলের প্রার্থিতা নিশ্চিত ট্রাম্পের

ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি। লাগামহীন কথাবার্তা। এর সঙ্গে পিছু নেওয়া সমালোচনা ও ঘৃণা। সবকিছুকে ছাড়িয়ে শেষ পর্যন্ত আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতা নিশ্চিত করলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। ১৩ মাসের মনোনয়নযুদ্ধ শেষে ট্রাম্পকে এ মনোনয়ন দেওয়া হলো। প্রার্থিতা ঘোষণার আগে ওহিওতে বসে দলের চার দিনের কনভেনশন। বিভিন্ন অঙ্গরাজ্যের    প্রাইমারি ও ককাসে ট্রাম্প সব মিলিয়ে ১ হাজার ৭২৫ জন রিপাবলিকান প্রতিনিধির সমর্থন  পেয়েছেন। প্রার্থিতা নিশ্চিত করতে তার প্রয়োজন ছিল ১ হাজার ২৩৭ জনের সমর্থন। প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থিতা নিশ্চিত করতে এই সময়ের মধ্যে ট্রাম্প ১৬ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেছেন। কনভেনশনে প্রতিনিধিরা কণ্ঠভোটে মাইক পেন্সকে ট্রাম্পের রানিংমেট হিসেবে মনোনয়ন দিয়েছেন। এএফপি, বিবিসি

এই পাতার আরো খবর
up-arrow