বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশকে অশান্ত করার বক্তব্য ঠিক নয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে অশান্ত করার বক্তব্য ঠিক নয়

বাংলাদেশকে অশান্ত পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায় যুক্তরাষ্ট্র—সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন অভিমত ঠিক নয় উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন, এ ধরনের নীতি তার দেশের নেই। বার্নিকাট বলেন, বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করছে তার দেশ। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন। আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ (অ্যামচেম) গতকাল সোনারগাঁও হোটেলে মধ্যাহ্নভোজের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। অ্যামচেম সভাপতি নুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনোহেভেনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাবিবুল্লাহ এন করিম ও যুক্তরাষ্ট্র দূতাবাসের এনভায়রনমেন্ট সায়েন্স, টেকনোলজি অ্যান্ড হেলথ অফিসার ক্যাথরিন আর সিগ্রেভস। সংগঠনের সাবেক সভাপতি আফতাব উল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে সংগঠনের সহসভাপতি শওকত আলী সরকার ও দেশি-বিদেশি ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ খবর