শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা
গুলশান হামলা

ভিডিও ফুটেজের সেই নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে রুমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের নিজ গ্রাম চরকুকরি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরই তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জানায়, জঙ্গি হামলার ঘটনায় রুমার সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১৯ জুলাই র‌্যাব হোলি আর্টিজানের বাইরের ভিডিও ফুটেজ প্রকাশ করে। ভিডিও ফুটেজে ঘটনার রাতে সন্দেহভাজন চারজনকে ঘোরাফেরা করতে দেখা যায়, যাদের মধ্যে একজন নারীও ছিলেন। গতকাল সন্ধ্যায় গ্রেফতার রুমা আক্তারই ভিডিও ফুটেজের সেই নারী বলে একটি সূত্র নিশ্চিত করেছে। নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম বলেন, ডিএমপি পুলিশের একটি দল রুমা আক্তারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। তবে এ অভিযানে নরসিংদী জেলা পুলিশ সম্পৃক্ত ছিল না। তাই কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। রুমা আক্তারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ১ জুলাই গুলশানে হোলি আর্টিজান বেকারির ঘটনায় ২৮ জন নিহত হন। এদের মধ্যে পাঁচজন জঙ্গি।

সর্বশেষ খবর