Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ জুলাই, ২০১৬ ২৩:২৩
শর্টকাটে বেহেশতের কথা বলে মগজ ধোলাই করা হচ্ছে
------------আইজিপি
ফেনী প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, শর্টকাটে বেহেশতে যাওয়ার কথা বলে একশ্রেণির মানুষ যুবকদের মগজ ধোলাই করছে। তারা জঙ্গিবাদের থাবা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। এ দেশের মানুষ ধর্মান্ধ নয়। তাই এ দেশে জঙ্গিদের কোনো ঠাঁই হবে না। গতকাল দুপুরে ফেনীর মিজান ময়দানে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জঙ্গিরা শুধু ভিন্ন ধর্মালম্বীদের হত্যা করছে না, তারা মুসলমানদেরও হত্যা করছে। নামাজের সময় হত্যা করছে, ঈদগাহে হত্যা করছে। অথচ ইসলামে মানুষ হত্যার কোনো স্থান নেই। তিনি বলেন, জঙ্গিরা এতটাই ঘৃণিত যে, গুলশান ও শোলাকিয়ায় নিহত জঙ্গিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের মৃতদেহ নেওয়ার জন্য কেউ আসেনি। তাদের জানাজা পড়ার জন্যও কেউ নেই। আইজিপি আরও উল্লেখ করেন, জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসার ছাত্ররা জড়িত এমন কথা সত্য নয়। ঢাকার গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীরা কেউ মাদ্রাসার ছাত্র নয়। বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীও এ কর্মকাণ্ডে জড়িত। তিনি এ জন্য মাদ্রাসা শিক্ষকসহ আলেম-ওলামাদের জঙ্গিবাদের বিরুদ্ধে জোরদার ভূমিকা রাখার অনুরোধ জানান। ফেনী পুলিশ সুপার রেজাউল হক পিপিএমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম, ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ফসিউল আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। সমাবেশে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সুধীজনরা অংশগ্রহণ করেন।

এই পাতার আরো খবর
up-arrow