শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না

ভোলা প্রতিনিধি

দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে কোনো কিছুই বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আগামীতে বিশ্বের ১০টি দেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে। এর মধ্যে বাংলাদেশ একটি। এই অগ্রযাত্রার সব ষড়যন্ত্রকে আমরা নির্মূল করে বাঙালি জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াব। গতকাল দুপুরে বোরহানউদ্দিনের শাহবাজপুর ৪ নম্বর গ্যাস কূপের ওয়ার্কওভার কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজম মুকুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. ইশতিয়াক আহমেদ, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী বলেন, যারা ৯৩ দিন ধ্বংসযজ্ঞ চালিয়ে আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, তারাই বিভিন্ন নামে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। ’৭১ সালে যেমন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলেন, তেমনি ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তোলার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে আকর্ষণীয় উন্নত জেলা। নদী ভাঙনের হাত থেকে ভোলাকে রক্ষা করা হবে। ভোলা-বরিশাল ও তেঁতুলিয়া নদীর ওপর ৩টি ব্রিজ নির্মাণ করে ঢাকার সঙ্গে ভোলাকে যুক্ত করা হবে। তখন ভোলায় অনেক বড় বড় শিল্প-কারখানা গড়ে উঠবে।

সর্বশেষ খবর