শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিদের বিরুদ্ধে সচেতনতা দরকার

রাঙামাটি প্রতিনিধি

জঙ্গিদের বিরুদ্ধে সচেতনতা দরকার

পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, পাহাড়ের সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে। বর্তমানে সারা দেশে সন্ত্রাস ও জঙ্গি আতঙ্ক বিরাজ করছে। তার মধ্যে পার্বত্যাঞ্চলও রয়েছে। কারণ পাহাড়ে আনাচে-কানাচে জঙ্গি ও সন্ত্রাসীরা আস্তানা গড়ে তুলতে পারে। তাই পাহাড়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সম্প্রদায়ের মধ্যে জনসচেতনতা গড়ে তুলতে হবে। গতকাল শহরের পৌরসভা এলাকায় নবনির্মিত পুলিশ ভবন উদ্বোধনকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল  ইসলাম, রাঙামাটি  জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ও পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাপরিদর্শক বলেন, বর্তমানে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে ওঠেছে। তাদের দাবিয়ে  রেখেছে আইন শৃঙ্খলাবাহিনী ও পুলিশ। এর মধ্যে জঙ্গি গোষ্ঠীর অনেকেই গ্রেফতার হয়েছে। আবার এনকাউন্টারে মারা গেছে। কিন্তু সন্ত্রাস ও জঙ্গিদের তাণ্ডব কমেনি। সন্ত্রাস ও জঙ্গিদের চিহ্নিত করতে সাধারণ মানুষকে এগিয়ে এসে পুলিশ ও আইন শৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সন্ধ্যা ৭টায় রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে স্থানীয় কমিউনিটি পুলিশের এক সমাবেশে  যোগ দেন তিনি।

সর্বশেষ খবর