রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রপ্তানি-বিনিয়োগ ব্যাহত করার চেষ্টা

—মাতলুব আহমাদ

রপ্তানি-বিনিয়োগ ব্যাহত করার চেষ্টা

বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়া ঠেকাতে পাশবিক জঙ্গি-সন্ত্রাসীরা আমাদের রপ্তানি ও বিনিয়োগ-

প্রবাহ ব্যাহত করতে চায় বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তার মতে,  বিশ্বে এগিয়ে চলা কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই জঙ্গি-সন্ত্রাসীরা দেশের অগ্রগতি ব্যাহত করতে ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজ এ ধরনের চক্রান্ত প্রতিরোধে সরকারকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুতগতিতে জঙ্গি-সন্ত্রাসীদের শক্ত হাতে মোকাবিলা করেছেন। তিনি তারপর নতুন নতুন দিকনির্দেশনা দিচ্ছেন, যাতে নতুন করে আর কোনো ঘটনা না ঘটতে পারে। তার এ চিন্তার সঙ্গে পুরো ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে ছিল এবং আগামীতেও থাকবে। এ ঘোষণা সম্মিলিতভাবে দিতেই এফবিসিসিআই আয়োজন করতে যাচ্ছে ‘রোল অব বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিউনিটি টু কাউন্টার টেরোরিজম’ শীর্ষক ‘জাতীয় ব্যবসা কনভেনশন’। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, অনেকে বিশ্বাসই করতে পারছেন না, বাংলাদেশ কীভাবে দ্রুত এগিয়ে চলছে। বিদেশি হত্যার মাধ্যমে হয়তো এ পাশবিক সন্ত্রাসীরা মনে করেছে, এ দেশের রপ্তানি-খাত ও বিনিয়োগ ব্যাহত হবে। কিন্তু তারা সফল হয়নি। বরং বিদেশিরা ফের বাংলাদেশে আসা শুরু করেছে। ইরানি ব্যবসায়ী প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকায় সফর করছে। জাপানের আরেকটি ব্যবসায়ী প্রতিনিধি দলও আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর