রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিদের পক্ষে আইনজীবীদের না থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিদের পক্ষে আইনজীবীদের না থাকার পরামর্শ

জঙ্গিদের জামিনের পক্ষে আদালতে ওকালতনামা জমা না দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, জঙ্গিরা জামিনে বেরিয়ে এসে আবার জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে। জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা এই নৃশংস হত্যাকাণ্ড বা নৃশংস কাজ করে সংবিধান ও আইন অনুযায়ী তাদের বিচার হবে। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সহকারীদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। আনিসুল হক বলেন, যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ১৯৭৫ সালে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তারা আজও ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তারা এখন আইএস নাম দিয়ে, আইএস আছে এই কথা বলে, নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দেশে আইএস নাই, আছে জামায়াতের প্রেতাত্মা। দেশকে অস্থিতিশীল করতেই তারা গুলশানের হলি আর্টিজান  রেস্টুরেন্টে হামলা চালিয়েছিল। আইনমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশে এক-দেড়শ মানুষ কিছু না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে তারা কিছুই করতে পারবে না। আমরা এক থাকলে জঙ্গিবাদ নিয়ে যারা আমাদের ছবক দিচ্ছে তারাও বিতাড়িত হবে। জঙ্গিদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ঐক্যের একটাই শর্ত— যারা জঙ্গিদের সঙ্গে আছে তাদের সঙ্গে ঐক্য করার সুযোগ নেই। যারা জঙ্গিদের নির্মূলে আছে তাদের সঙ্গে ঐক্য হবে। সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হতে হবে। ঐক্যের বিরুদ্ধে সর্বোচ্চ ১ শতাংশ লোক থাকতে পারে। আমরা এক থাকলে তারা কিছু করতে পারবে না। মোহাম্মদ নূর মিয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সুপ্রিমকোর্ট বারের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিলের সদস্য জেড আইন খান পান্না, শ ম রেজাউল করিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর