Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৩ জুলাই, ২০১৬ ২৩:২৩
দিল্লি সফরে গেলেন মওদুদ
নিজস্ব প্রতিবেদক
দিল্লি সফরে গেলেন মওদুদ

দিল্লি সফরে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল সকাল সোয়া ১০টার দিকে জেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে স্ত্রী হাসনা জসিমউদদীন মওদুদ রয়েছেন। দিল্লি সফরকালে তিনি নয়াদিল্লির ‘ইনস্টিটিউট অব পিস অ্যান্ড কনফ্লিক্ট স্ট্যাডিজ’ (আইডিসিএস)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। এ ছাড়া তিনি আজমির শরিফের খাজা বাবার দরগাহ জিয়ারত করবেন। ২৭ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন এ তথ্য জানিয়েছেন।

এই পাতার আরো খবর
up-arrow