সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১০ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম ১০ আগস্ট খালেদাসহ আসামিদের হাজির হতে নির্দেশ দেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য থাকলেও খালেদা জিয়া হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা হয়। ওই বছরের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক। এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেন। খালেদা জিয়া মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। গত বছরের শুরুতে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নেয়। শুনানি শেষে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদন খারিজ করে। পাশাপাশি মামলার ওপর দেওয়া স্থগিতাদেশও তুলে নেওয়া হয়। গত ২৫ মে পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ দিন আটকে থাকা এ মামলার বিচারিক কার্যক্রম আবার শুরু হয়। এরপর ১২ জুন নিম্ন আদালত খালেদাসহ আসামিদের ২৪ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দেয়। এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী জামিনে রয়েছেন।

সর্বশেষ খবর