Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৪ জুলাই, ২০১৬ ২৩:৫৩
ফের পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা
নারায়ণগঞ্জে পাঁচজন আটক
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাগর বর্মণ নামে ১০ বছরের এক শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে জেলার রূপগঞ্জ উপজেলার যাত্রামোড়া এলাকায় জোবেদা টেক্সটাইল মিল গার্মেন্টে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম রতন বর্মণ। তাদের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী উপজেলার গাজীপুর গ্রামে।

নিহত শিশুর বাবা রতন বর্মণ জানান, তারা বাবা-ছেলে জোবেদা টেক্সটাইল মিলে চাকরি করেন। গতকাল বেলা দেড়টার দিকে কয়েকজন নারীশ্রমিক তাকে জানান, তার ছেলের শরীরে বাতাস ঢোকানো হচ্ছে। তিনি জানান, এ খবর পেয়ে তিনি সবুজ নামের অপর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে সেখানে যান। এ সময় তার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টায় কর্তব্যরত চিকিৎসক তার ছেলেকে মৃত ঘোষণা করেন। তার ছেলে ওই গার্মেন্টে সুতা সেকশনে কাজ করত। ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফিরোজ আহমেদ জানান, রতন বর্মণের অভিযোগের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার এসআই তানভীর হোসেন বলেন, ‘যাত্রামোড়া এলাকায় জোবায়দা টেক্সটাইল মিলে দুপুরে সাগর বর্মণ নামের ওই শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাগর বর্মণ জোবায়দা টেক্সটাইল মিলে সুতা সেকশনে কাজ করত। পরিদর্শন করে কারখানায় শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তবে নিহতের পরিবারের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।’ এর আগে খুলনায় শিশু রাকিবকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করেন তার মোটর গ্যারেজের মালিক।

এই পাতার আরো খবর
up-arrow