সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের গোলটেবিল বৈঠকে শোলাকিয়া ঈদ জামাতের ঈমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ বলেছেন, জঙ্গিদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদের মূল উৎস্য খুঁজে বের করতে হবে।  গতকাল জাতীয় প্রেসক্লাবে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মাওলানা ফরিদ উদ্দীন আরও বলেন, ইসলামে মানুষ হত্যা মহাপাপ। যারা ইসলামের নামে মানুষ    হত্যা করছে তারা উগ্রবাদী-জঙ্গিবাদী। এদের নির্মূলে সুদূরপ্রসারি চিন্তা এবং তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে। সাময়িক চিন্তা করলে হবে না। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর আন্ডারগ্রাউন্ডে যেতে বাকি নেই। এখন এ দলের নিবন্ধন বাতিল করতে হবে। বৈঠকে মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মো. মনিরুল হক সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, মুক্তিযোদ্ধা মহাজোটের প্রবাসীকল্যাণ সম্পাদক আলহাজ আবুল খায়ের মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ। নৌ-মন্ত্রী শাজাহান খান বলেন, যাদের মধ্যে মানবিক মূল্যবোধ নেই তারাই জঙ্গি। যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা মুসলমান নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। এই ঐক্যের মাধ্যমেই জঙ্গিবাদ নির্মূল হবে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে আইএস আছে এই জুজুর ভয় দেখিয়ে কেউ কেউ বাংলাদেশে প্রভাব বিস্তারের সুযোগ খুঁজছে। দেশে মূল জঙ্গি জামায়াত, আই এস নয়। একাত্তরের মতো তারা মানুষ হত্যা করছে। অন্যান্যরা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম প্রচার ও প্রসারের জন্য জঙ্গিদের এ হামলা নয়, তাদের মূল উদ্দেশ্য মানুষ হত্যা করা। আতঙ্ক ছড়ানো। যুবকদের বিভ্রান্তি করে জঙ্গিবাদে রূপান্তরিত করা হচ্ছে। বাংলাদেশে জঙ্গিবাদের সঙ্গে আই এসের কোনো সম্পর্ক নেই। এই জঙ্গিবাদ জামায়াতের সৃষ্টি। বিএনপি এর মদদদাতা।

সর্বশেষ খবর