মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বুক কাঁপবে কেন মিডিয়ায় তো আপনি সাবলীল

প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

বুক কাঁপবে কেন মিডিয়ায় তো আপনি সাবলীল

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আইনজীবীকে উদ্দেশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আপনি আইনজীবী সমিতির সাবেক সভাপতি। আপনার কেন বুক কাঁপবে? আপনাকে তো ইলেকট্রনিক মিডিয়ায় বেশ প্রম্পটলি কথা বলতে দেখা যায়। গতকাল মীর কাসেমের রিভিউ শুনানির সময় আপিল বিভাগ এ মন্তব্য করেন। শুনানির জন্য দুই মাস সময় চেয়ে আসামিপক্ষ আবেদন করে। খন্দকার মাহবুব হোসেন বলেন, একটি আবেদন করা হয়েছে। শুনানির প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন। আদালতে আসতে পথে বুক কাঁপে। প্রধান বিচারপতি বলেন, আপনার বুক কাঁপবে কেন? আপনাকে তো মিডিয়ায় বেশ সাবলীল দেখা যায়। আসামিকে ইঙ্গিত করে খন্দকার মাহবুব বলেন, এটাই শেষ, তিনিই লাস্ট ম্যান। একটু প্রস্তুতি নিয়ে শুনানি করতে চাই। আদালত বলেন, শেষ হবে কেন, বিচার তো চলছে। খন্দকার মাহবুব জবাব দেন, শীর্ষ নেতাদের (জামায়াতের) মধ্যে তিনিই শেষ। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দেড় মাস আগে চেম্বার বিচারপতি শুনানির দিন ধার্য করেছেন। অনেক সময় দেওয়া হয়েছে। আদালত সময় আবেদনের কারণ জানতে চাইলে খন্দকার মাহবুব বলেন, বর্তমানে দেশের যে অবস্থা, এতে স্বস্তি পাই না। রাস্তায় আসতে গাড়ি সাত-আটবার চেক করা হয়, অস্ত্রের ঝনঝনানি শুনি। আদালত বলে, আপনারা আসা-যাওয়ায় ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন হলে বলতে পারেন, পদক্ষেপ নেওয়া হবে। খন্দকার মাহবুব এতে অসম্মতি জানান। এরপর আদালত আসামিপক্ষের আইনজীবীর কাছে নির্দিষ্টভাবে শুনানির সম্ভাব্য তারিখ চান। আদালত বলেন, এটি দীর্ঘ সময় হতে পারে না। চেম্বার বিচারপতি দীর্ঘ সময় দিয়ে তারিখ নির্ধারণ করেছেন। আপনি বলুন, অন্যথায় আমরা সম্ভাব্য সময় নির্ধারণ করে দিচ্ছি, আগস্টের মধ্যে তারিখ হতে হবে। আদালত ১৮ বা ২১ আগস্ট শুনানির তারিখ দিতে চাইলে খন্দকার মাহবুব বলেন, না, এটি খারাপ দিন। ৯ সেপ্টেম্বরের পরে চাই। পরে আদালত ২৪ আগস্ট শুনানির তারিখ নির্ধারণ করে দেন। আদালত জানান, এরপর আর সময় দেওয়া হবে না।

সর্বশেষ খবর