মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ডিসি সম্মেলন শুরু আজ

৩৩৬ প্রস্তাব নিয়ে হবে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

আজ শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সম্মেলনের পরবর্তী কার্য-অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে। এবারের সম্মেলনে মোট ২২টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৮টি কার্য-অধিবেশনে ডিসিদের পাঠানো ৩৩৬টি প্রস্তাবের ওপর আলোচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শুরু হবে সম্মেলনের মুক্ত আলোচনা পর্ব। যাতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা কর্মক্ষেত্রে তাদের নানা সমস্যার কথা তুলে ধরবেন। একই সঙ্গে জেলার বিভিন্ন সম্ভাবনার কথাও তুলে ধরবেন। তবে গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এবারের সম্মেলনে জঙ্গি ইস্যুটিই ব্যাপকভাবে আলোচনায় স্থান পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বক্তব্য শুনে মাঠ প্রশাসনের এই কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সম্মেলনে সরকারের মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা এবং সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর