মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মানুষের অধিকার সুরক্ষা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

মানুষের অধিকার সুরক্ষা করতে হবে

বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সরকার উন্নয়নের অনেক প্রকল্প হাতে নিচ্ছে। কিন্তু মানুষের অধিকারও সুরক্ষা করতে হবে। টাঙ্গাইলের মধুপুরে সংরক্ষিত বনাঞ্চলের নামে আদিবাসীদের জমি অধিগ্রহণ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। তিনি সরকারকে মধুপুর বন সম্পর্কিত সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করার দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর সহায়তায় ছিল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ও কাপেং ফাউন্ডেশন। হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ও নাগরিক প্রতিনিধি দল সংবাদ সম্মেলনের আয়োজন করে। সৈয়দ আবুল মকসুদ বলেন, মধুপুরে সংরক্ষিত বনের নামে যে প্রকল্প নেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ অসাংবিধানিক। এই প্রকল্প পরিবেশবিধ্বংসী ও মানবাধিকার পরিপন্থী। সরকারকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নৃ-জাতিগোষ্ঠীকে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের অধিকার যাতে সুরক্ষা হয় সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা চাই সরকার সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে, যাতে ওই এলাকার অধিবাসীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এতে আরও বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

সর্বশেষ খবর