মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

গম নিয়ে সংসদে তুমুল আলোচনা

নিজস্ব প্রতিবেদক

টিআর, কাবিখার গমসহ বিভিন্ন বরাদ্দ আত্মসাতের বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মন্তব্যের পর গতকাল সংসদে এ নিয়ে তুমুল আলোচনা হয়েছে। এমপিদের তীব্র প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সঙ্গে সংবাদপত্রে প্রকাশিত বক্তব্য প্রত্যাহার করে নেন তিনি। এর আগে গতকাল দুপুরে মন্ত্রিসভায় বৈঠকেও তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। তবে মাগরিবের নামজের বিরতির পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে এমপিদের তোপের মুখে পড়েন জাসদ সভাপতি ইনু। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রথমে ফ্লোর নিয়ে সরকারদলীয় সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বক্তব্য দেন। পরে বিরোধীদলীয় সদস্য কাজী ফিরোজ রশীদ ও স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী এ বিষয়ে বক্তব্য রাখেন। তারা সংসদ সদস্যদের চোর অভিহিত করায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তথ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ও বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আমার বরাত দিয়ে যে বক্তব্য প্রকাশিত হয়েছে, সে জন্য আমি দুঃখিত। আমি এ বিষয়ে গণমাধ্যমে আমার বক্তব্য পাঠিয়েছি।  তিনি সে বক্তব্য পাঠ করেও শোনান। এ সময় সংসদ সদস্যরা তীব্র প্রতিক্রিয়া দেখান। তারা হৈচৈ করে মন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেন।  এ সময় স্পিকার সংসদ সদস্যদের কাছে জানতে চান, আপনারা কী চান? সমস্বরে এমপিরা আওয়াজ দেন— নিঃশর্ত ক্ষমা। তখন তথ্যমন্ত্রী আবার ফ্লোর নিয়ে বলেন, আমি মনে করি গণমাধ্যমে আমার বরাত দিয়ে যে অনভিপ্রেত বক্তব্য এসেছে, সে জন্য আমি ক্ষমা চাইছি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সর্বশেষ খবর