বুধবার, ২৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নিহতরা সবাই জঙ্গি কিনা সন্দেহ

নিজস্ব প্রতিবেদক

নিহতরা সবাই জঙ্গি কিনা সন্দেহ

কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ নিহত ৯ জন সত্যিই অপরাধী কি না— তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ (অব.)। তিনি বলেন, ‘কল্যাণপুর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আমরা সন্দেহ করছি, এতে নিরীহ মানুষ মারা গেছেন। গুলশানের ঘটনায় দেখা গেল শত শত পুলিশ ছিল, ৫-৭ জঙ্গি ছিল। কিন্তু পুলিশ সেই সশস্ত্র জঙ্গিকে  মোকাবিলা করতে যায়নি। পুলিশ যখনই বন্দুকযুদ্ধের কথা বলে, তখনই মানুষের মনে সন্দেহ দেখা দেয়। নিহতরা কি সত্যিই অপরাধী ছিল, না নিরীহ মানুষকে হত্যা করা হলো?’ গতকাল রাজধানীর ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনায় তিনি এ প্রশ্ন তোলেন। ন্যাপ-ভাসানীর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য  দেন মোস্তাফিজুর রহমান ইরান, খন্দকার লুত্ফর রহমান, অ্যাডভোকেট শেখ জুলফিকার আলী, এম এ কাশেম, গোলাম মোস্তফা, সাঈদ আহমেদ প্রমুখ। হান্নান শাহ বলেন, ‘বহু ঘটনা আছে এই সরকারের নির্দেশে হয়েছে। এমনিতে কোনো ঘটনা ঘটে না। আমি জানি, কারও না কারও হুকুমে এসব ঘটনা হয়। যখন এ দেশে আইনের শাসন আসবে, জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে প্রত্যেকটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হবে। এসব হত্যাকাণ্ডের হুকুমদাতা হিসেবে কার নাম সবার প্রথমে আসবে তা আপনারা সবাই জানেন, আমিও জানি।’

সর্বশেষ খবর