বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রিমান্ডে বাড়ির মালিকের স্ত্রী

আদালত প্রতিবেদক

কল্যাণপুরের আলোচিত সেই জাহাজ বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে  দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন। এর আগে মিরপুর মডেল থানার এস আই বজলার রহমান আসামি মমতাজ পারভীনকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমাণ্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, পুলিশকে না জানিয়ে থানায় কোনো তথ্য না দিয়ে আসামি মমতাজ পারভীন জঙ্গিদের বাড়ি ভাড়া দেন। এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক কথা বলেন। তাই রিমাণ্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গত সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত কল্যাণপুরের একটি বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানে ৯জন নিহত ও একজন আহত হন। আহত রাকিবুল হাসান গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়ে পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর