বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিজেপি সরকারের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ : মওদুদ

কলকাতা প্রতিনিধি

বিজেপি সরকারের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ : মওদুদ

বিএনপি নেতা ও সাবেক এরশাদ সরকারের প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, তিস্তাসহ বিভিন্ন নদীর পানি বণ্টন সমস্যাই ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। বাংলাদেশ এই সমস্যার সমাধানে বিজেপি সরকারের দিকে তাকিয়ে আছে।

তিনি গতকাল দিল্লিতে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি ‘সিকিউরিটি অব বাংলাদেশ ইন দ্য সাউথ ইশিয়ান কনটেক্সট’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভারতের বর্তমান সম্পর্ক খুবই ভালো। আমাদের দুই দেশের মধ্যে দুটি বকেয়া সমস্যা ছিল। একটি হলো, স্থল সীমান্ত সমস্যা- যেটি সম্প্রতি বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয়টি হলো, সামুদ্রিক অঞ্চল নিয়ে সমস্যা। যেখানে আমরা যেতে পারিনি এবং বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান চালাতে পারিনি। বর্তমানে সেটাও শালিসির মাধ্যমে খুবই শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়েছে। বলা যেতে পারে দুটি বকেয়া সমস্যাই খুবই বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধান হয়েছে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় অসমাপ্ত সমস্যাটি হলো নদীর পানি বণ্টন সমস্যা। দুই দেশের মধ্যে ৫৩টি নদী রয়েছে। এর মধ্যে বেশিরভাগ নদীই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আর আমরা হলাম নিম্ন তীরবর্তী একটি দেশ। কয়েক শতাব্দী ধরে এই পানি কৃষিকাজের জন্য ব্যবহার করা হচ্ছে। অথচ একমাত্র গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে আমাদের দুই দেশের মধ্যে চুক্তি আছে। পানি ভাগ করার জন্য দুই দেশের মধ্যে ত্রিশ বছরের একটি চুক্তি রয়েছে। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো চুক্তি নেই।’ তিনি বলেন, ‘তিস্তার ব্যাপারে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরেই এই চুক্তিটি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটি সম্পাদিত হয়নি। তাই আমরা এখন বিজেপি সরকারের দিকেই তাকিয়ে রয়েছি। আশা করছি, এই সরকার উদ্যোগ নিয়ে তিস্তা নদীর পানি বণ্টন সমস্যাটা মেটাবে।’ মওদুদ জঙ্গি সমস্যা সম্পর্কে বলেন, ‘বাংলাদেশ, ভারত কিংবা নেপালের প্রসঙ্গে আমি বলব সন্ত্রাস দমনে প্রতিটি দেশকেই একে অপরকে সহায়তা করা উচিত। অন্য দেশকে সহায়তা করতে হলে প্রত্যেককেই তথ্য আদান-প্রদান করতে হবে, যাতে অন্য দেশও তাদের দেশে সন্ত্রাসকে দমন করতে পারে।’

সর্বশেষ খবর