শিরোনাম
শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আরও চার দেশে ইউনূসের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

আরও চার দেশে ইউনূসের কার্যক্রম

ভারত, মালয়েশিয়া ও স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্দেশে ওইসব বিশ্ববিদ্যালয় ও ইউনূস সেন্টারের মধ্যে গতকাল পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ থাইল্যান্ডের বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই উদ্দেশে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ইউনূস সেন্টার জানায়, এই চারটি দেশে সামাজিক ব্যবসা চালুর মধ্য দিয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্কিত বিশ্বজুড়ে সামাজিক ব্যবসা কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ২৬-এ। ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রগুলো ছাত্র ও ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহীদের জন্য সামাজিক ব্যবসার ওপর বিভিন্ন কোর্স প্রণয়ন ও প্রদান করা ছাড়াও সামাজিক ব্যবসার ওপর গবেষণায় সহায়তা করে থাকে। সামাজিক ব্যবসা চর্চার সঙ্গে জড়িত শিক্ষাবিদ, সামাজিক ব্যবসা উদ্যোক্তা ও ছাত্রদের মধ্যে যোগসূত্র স্থাপন ও সমন্বয়ের কাজও করে এই কেন্দ্রগুলো। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একটি স্মারক স্বাক্ষরিত হয় ইউনূস সেন্টার ও ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার মধ্যে। তিনটি ক্যাম্পাস ও ৩০ হাজার ছাত্র নিয়ে পেনাংয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. আজলান আমরান ও প্রফেসর মুহাম্মদ ইউনূস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ভারতের এসএসএম কলেজ অব ইঞ্জিনিয়ারিং ও ইউনূস সেন্টারের মধ্যে। এ ছাড়া স্পেনের বার্সিলোনা নগরীতে একটি কেন্দ্রীয় ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে বার্সিলোনার সাতটি বিশ্ববিদ্যালয় ও ইউনূস সেন্টারের মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সর্বশেষ খবর