শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সর্বোচ্চ সহযোগিতা করছে ভারত সফলতা আসবে

কূটনৈতিক প্রতিবেদক

সর্বোচ্চ সহযোগিতা করছে ভারত সফলতা আসবে

হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী উপযুক্ত সময়ে ভারতে কার্যকর সফর করছেন বলে মনে করেন ঢাকার ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত শুধু প্রতিবেশীই নয়, আমরা বন্ধু ও পরস্পরের উন্নয়ন-সমৃদ্ধির অংশীদার। এক জায়গার সমস্যা, সবার জন্যই সমস্যা। তাই সব ইস্যুতে পরস্পরের সহযোগিতা প্রয়োজন। এখন যে সংকট চলছে তা উত্তরণেও সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে। এই সহযোগিতা সফলতা বয়ে নিয়ে আসবে। গতকাল ঢাকায় ‘তৃতীয় ভারতীয় শিক্ষা মেলা-২০১৬ উদ্বোধনের পর হাইকমিশনার এসব কথা বলেন। ঢাকার ফার্মগেটের ডেইলি স্টার কনভেনশন সেন্টারে গতকাল সকালে এই শিক্ষা মেলার উদ্বোধন করেন হাইকমিশনার শ্রিংলা। বাংলাদেশি শিক্ষার্থীদের দোরগোড়ায় শিক্ষাসংক্রান্ত সুযোগ পৌঁছে  দেওয়াই এ মেলার লক্ষ্য বলে জানান হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে শিক্ষা হচ্ছে অগ্রাধিকার। আমরা মনে করি, শিক্ষার্থীদের এক দেশ থেকে আরেক দেশে শিক্ষা গ্রহণের জন্য যাওয়া উভয়ের জন্যই মঙ্গলকর। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সাত শতাধিক বৃত্তির কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন, শিক্ষার সুযোগ ও বিস্তারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। এই মেলা থেকে ভারতে থাকা শিক্ষার সুযোগগুলো সম্পর্কে জানা যাবে। আর শিক্ষার বিনিময়ের মাধ্যমে পরস্পরের কাছাকাছি চলে আসবে উভয় দেশের তরুণ প্রজন্ম। ঢাকার ভারতীয় হাইকমিশনের সহায়তায় নেতৃস্থানীয় শিক্ষা  মেলার আয়োজনকারী প্রতিষ্ঠান এসএপিই এবং মিডিয়া প্রাইভেট লিমিটেড ২৯-৩০ জুলাই ঢাকায় এবং ১-২ আগস্ট চট্টগ্রামে এ  মেলার আয়োজন করেছে। এসএপিই ইতিপূর্বে বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় সাফল্যের সঙ্গে অনুরূপ শিক্ষা মেলার আয়োজন করেছে। সারা ভারতের স্কুল, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানসহ ৩০টির বেশি প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। শিক্ষা মেলায় বিনামূল্যে প্রবেশ এবং বিনামূল্যে পরামর্শ ছাড়াও শিক্ষার্থীরা বিনামূল্যে ক্যারিয়ার এপটিচুড টেস্ট (যথাযথ ক্যারিয়ার নির্বাচন পরীক্ষা)-এরও সুযোগ নিতে পারবে। এ পরীক্ষা আড়াইশর বেশি শিক্ষার্থীর মূল্যায়ন ও মানচিত্র করবে এবং ছাত্রদের পছন্দের বৃত্তিমূলক ক্ষেত্র নির্ধারণ করবে। পরীক্ষার রিপোর্ট শিক্ষার্থীদের মানচিত্র, পছন্দের বৃত্তি এবং পাঠ্যক্রম পরামর্শও অন্তর্ভুক্ত থাকবে।

সর্বশেষ খবর