শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

‘গুলশান অভিযানে প্রশ্ন নেই, কল্যাণপুর নিয়ে সংশয়’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার ঘটনায় সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, জঙ্গিদের জীবিত ধরা হচ্ছে না কেন। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় আইনপ্রয়োগকারী সংস্থা নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। কল্যাণপুরের ঘটনা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে কেন?

গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন রিজভী আহমেদ। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের আচরণের কারণেই জঙ্গিবাদী অশুভ শক্তির উত্থান হচ্ছে। জঙ্গিদের জীবিত ধরা হচ্ছে না কেন— এটা এখন জাতির প্রশ্ন। কেন জিজ্ঞাসাবাদ করে জড়িত অন্যদের পাকড়াও করা হচ্ছে না? রামপাল কয়লা বিদ্যুেকন্দ্র নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে ‘পুলিশের হামলার’ নিন্দা জানান রিজভী আহমেদ। তিনি বলেন, সুন্দরবন রক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণের চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। এই পুলিশি হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরকারি বৈরিতার আরেকটি কলঙ্কজনক দৃষ্টান্ত।

সর্বশেষ খবর