সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কল্যাণপুর আস্তানায় বৈঠক করেছিলেন তামিম চৌধুরী!

নিজস্ব প্রতিবেদক

কল্যাণপুর আস্তানায় বৈঠক করেছিলেন তামিম চৌধুরী!

আইএসের কথিত বাংলাদেশ সমন্বয়ক তামিম চৌধুরী কল্যাণপুরে জঙ্গিদের গোপন আস্তানায় নিয়মিত বৈঠক করতেন। সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাদের আর্থিক সহায়তাও দিতেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর এক খবরে এ কথা বলা হয়েছে।  খবরে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ তামিম চৌধুরীকে ঢাকা ক্যাফে হামলার মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত করেছে। পুলিশের এক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে পিটিআইকে বলেছেন, কল্যাণপুরে চালানো অভিযানে পুলিশ একটি ক্লু পেয়েছে এবং তামিম চৌধুরীকে ক্যাফে হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে শনাক্ত করেছে। ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমরা জানতে পেরেছি তামিম চৌধুরী দুটি হামলার ষড়যন্ত্রকারী। তাকে ধরার জন্য অভিযান শুরু হয়েছে। তিন বছর আগে কানাডা থেকে ফেরার পর সে এখন বাংলাদেশে রয়েছেন বলে আমাদের ধারণা’।  পুলিশ জানতে পেরেছে, কল্যাণপুরে জঙ্গিদের গোপন আস্তানায় নিয়মিত যেতেন তামিম। সেখানে তিনি বৈঠক করতেন। সন্ত্রাসী হামলা চালানোর জন্য জঙ্গিদের উজ্জীবিত করতেন এবং আর্থিক সহায়তা দিতেন। জীবিত সন্দেহভাজন রকিবুল হাসান জেরার মুখে বলেছে, তারা অস্ত্র, অর্থায়ন পেত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির কাছ থেকে। ধারণা করা হয়, তামিম চৌধুরী ওরফে শেখ আবু ইব্রাহিম আল হানিফের বয়স ৩০-এর মাঝামাঝি। ২০১৩ সালে সে কানাডা ছাড়ে। বেশ কজন সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ ও বিশ্লেষক তাকে আইএসের বাংলাদেশ প্রধান হিসেবে শনাক্ত করেছেন।  পিটিআইর ওই খবরে আরও বলা হয়, বাংলাদেশের উদ্দেশে কানাডা ছাড়ার পর থেকে তিনি স্থানীয় ও বিদেশি নানা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কাজ করে আসছেন। এদিকে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিটের প্রধান মনিরুল ইসলাম- তামিম চৌধুরীকে জেএমবির নতুন একটি অংশের প্রধান হিসেবে উল্লেখ করেছেন। তদন্তকারীরা বলছেন, জেএমবির দুটি অংশ রয়েছে। একটির নেতৃত্ব দিচ্ছে দলটির কারারুদ্ধ নেতা সাইদুর রহমান, অপরটির তামিম চৌধুরী।

সর্বশেষ খবর