সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গুপ্তহত্যায় বাড়ছে ছোট অস্ত্রের ব্যবহার

নিজস্ব প্রতিবেদক

গুপ্তহত্যায় বাড়ছে ছোট অস্ত্রের ব্যবহার

নিরাপত্তা বিশ্লেষক ব্রি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে গুপ্তহত্যায় ছোট অস্ত্রের ব্যবহার বাড়ছে। কারণ স্থানীয়ভাবে এসব অস্ত্র বানাতে বেশি কিছু লাগে না। খুব সহজেই এগুলোর সরঞ্জাম মেলে। সীমান্ত এলাকাগুলোতেও এসব অস্ত্রের কারবার আছে। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি মনে করেন, এসব অস্ত্র হয় ওখান (সীমান্ত) থেকে আসে, নয়তো এখান থেকে যায়। মাদক চোরাকারবারিদের সঙ্গে এর একটা বড় সম্পর্ক আছে। তিনি গুপ্তহত্যায় দেশি অস্ত্রের ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, এসব অস্ত্র এমনভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তৈরি করা হয় যাতে এর বুলেট সহজে পাওয়া যায়। সুবিধা এই কারণেও যে, ব্যবহারকারীরা তাদের চেইনের মাধ্যমে এসব অস্ত্র এক হাত থেকে আরেক হাতে সহজে পাঠাতে পারে।  সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, গুপ্তহত্যার ঘটনায় ছোট অস্ত্র ব্যবহার বাড়ছে বলেই বিভিন্ন অভিযানে এসব অস্ত্র মিলছে। প্রায়ই দেখা যায় র‌্যাব-পুলিশের অভিযানে উদ্ধার করা অস্ত্রের বেশিরভাগই ছোট এবং দেশি। এগুলো কিছু দেশে তৈরি হয়, আবার কিছু বর্ডার দিয়ে আসে। এসব অস্ত্র যে শুধু দেশেই ব্যবহার হচ্ছে তা নয়, সীমান্ত এলাকাগুলোতেও ব্যবহার আছে।

সর্বশেষ খবর