শিরোনাম
শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
নারায়ণগঞ্জের পুলিশ হত্যা

তদন্ত কমিটি, মামলা ৪৮ জনের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ ও সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ধাওয়ায় পান দোকানদারের মৃত্যুর পর গণপিটুনিতে পুলিশের এক কনস্টেবল নিহতের ঘটনায় গতকাল পুলিশ বাদী মামলা হয়েছে। এ মামলায় ৪৮ জনকে আসামি করা হয়েছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পুলিশের ওপর হামলা ও মারধর করে কনস্টেবল আরিফুরকে হত্যার ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে ও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলামিন তালুকদার। এদিকে এ মামলার পর থেকে এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। ফলে গোটা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। এ ব্যাপারে ওসি বলেন, ‘ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তাদের দেওয়া নাম নিয়ে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার বা হয়রানি করা হবে না।’ এ ছাড়া মৃত্যুর ঘটনায় পুলিশের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে এ কমিটি গঠন করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল জানান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে প্রধান করে গঠিত কমিটির অপর দুজন হলেন সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফোরকান শিকদার ও তিনি মামুনুর রশিদ মণ্ডল।

সর্বশেষ খবর