শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিএনপি জামায়াতকে ছাড়বে না, ঐক্যও হবে না : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি জামায়াতকে ছাড়বে না, ঐক্যও হবে না : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জামায়াতকে ছেড়ে আসতে পারবে না। তাদের জাতীয় ঐক্যও হবে না। গতকাল সচিবালয়ে

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘ঐক্যের স্বার্থে জামায়াত ছাড়ছে বিএনপি।’ আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০-দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। এমাজউদ্দীন আহমদের বক্তব্য তার ব্যক্তিগত মত।’ ফখরুলের এ বক্তব্যই প্রমাণ করে বিএনপি জামায়াতকে ছাড়তে পারছে না। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপে ব্রিটিশ হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আমাকে জানিয়েছেন, ব্রিটিশ ব্যবসায়ীরা বাংলাদেশে এসে ব্যবসা করলে তাদের কোনো বিধি-নিষেধ নেই। বাংলাদেশে বিদেশিদের ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ বিরাজমান এমন মন্তব্য করে তোফায়েল বলেন, যুক্তরাজ্যের কোনো ব্যবসায়ী বাংলাদেশে ব্যবসা করতে চাইলে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় সে দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কে কোনো ঘাটতি হবে না। অ্যালিসন ব্লেক সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য-উন্নয়ন সহযোগিতা ও বিনিয়োগ অব্যাহত থাকবে। যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে না থাকলেও বাংলাদেশকে প্রদত্ত ব্যবসায়িক সহযোগিতার কোনো ঘাটতি হবে না বা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যনীতির পরিবর্তন আসবে না।

 

সর্বশেষ খবর