শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দেড় কোটি ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

রিজালকে দুই কোটি ১০ লাখ ডলার জরিমানা ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ থেকে চুরি হওয়া দেড় কোটি ডলার ফেরত আনতে ফিলিপাইন গিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওই দেশের আদালতে অর্থ ফেরতের দাবি তোলা হয়েছে। তারা দেশটির বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী ওই পরিমাণ অর্থের মালিকানা দাবি করে একটি হলফনামা দাখিল করেছেন। আদালতের অনুমতি পেলে কয়েক দিনের মধ্যে বাংলাদেশ ওই অর্থ ফেরত পাবে। এদিকে রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) ১০০ কোটি পেসো (স্থানীয় মুদ্রা, যা ২ কোটি ১০ লাখ ডলারের সমান) জরিমানা করা হয়েছে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এ জরিমানা করে। তবে এ অর্থ কারা পাবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা দেবপ্রসাদ দেবনাথ ও আবদুর রব এবং কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী আজমালুল হোসাইন ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যান। সেখানে গতকাল বাংলাদেশের পক্ষে আদালতে অর্থের মালিকানা দাবি করে আবেদন করা হয়। ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ আবেদন করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, ‘আমরা ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করার শেষ প্রক্রিয়ায় রয়েছি। আশা করি খুব দ্রুত এ অর্থ ফেরত পাব। এ ছাড়া বাকি অর্থ উদ্ধারে বর্তমান সিনেট কমিটি পুনরায় শুনানি করবে। শুনানি শেষে বাকি অর্থ ফেরতের বিষয়ে আমরা আশাবাদী।’ বাংলাদেশের কর্মকর্তারা দেশটির গণমাধ্যমের কাছে বলেছেন, এই অর্থ কয়েক ব্যক্তির জালিয়াতির মাধ্যমেই ক্যাসিনোয় যায়নি; এটার সঙ্গে আরসিবিসির অর্থ লেনদেন পদ্ধতিতেও ঘাটতি ছিল। এদিকে নিউইয়র্ক ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরসিবিসিকে ১০০ কোটি পেসো (২ কোটি ১০ লাখ ডলার) জরিমানা করা হয়েছে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক গতকাল এ জরিমানা করে ব্যাংকটিকে দ্রুত অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে। ব্যাংকিং আইন লঙ্ঘন করার অভিযোগে দেশটির ইতিহাসে এটিই সর্বোচ্চ জরিমানার ঘটনা। জরিমানাকৃত অর্থ এক বছরের মধ্যে দুই কিস্তিতে জমা দেওয়ার সুযোগ রয়েছে। আরসিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ শাস্তি মেনে নিয়েছে। সময়মতো সব অর্থ পরিশোধ করা হবে। জরিমানাকৃত অর্থ কারা পাবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, আরসিবিসিকে জরিমানা করা অর্থ বাংলাদেশকে দেওয়া হতে পারে।

সর্বশেষ খবর