শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে আটক ১৫ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জেল হাজতে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিজিবি সদস্যদের হাতে আটক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ৫৪ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী আরশাদ বলেন, ওই ১৫ শিক্ষার্থীকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ১২ বিজিবি ব্যাটালিয়নের সিঙ্গারবিল বর্ডার আউট পোস্টের (বিওপি) টহলরত সদস্যরা ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে আটক করে। তারা হলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী জায়িম খান, মেহেদী হাসান, আশিক মিয়া, তারেক হোসেন, এ কে এম সালেহীন, মো. রবিউল, জুনায়েদ হোসেন, একই ইউনিভার্সিটি থেকে সদ্য পাস করা আবুল হাসনাত, মো. মনিরুজ্জামান, আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ইয়াহিয়া হোসেন সাজ্জাদ, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির নিয়াজ আহমেদ তুষার, শ্যামলী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মো. আরিফ, নর্দার্ন ইউনিভার্সিটির মো. সাইফুল ইসলাম, উত্তরা ইউনিভার্সিটির আলমগীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. ইমন। আটকদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এদের মধ্যে চারজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, অন্যদের ঢাকা ও এর আশপাশ এলাকায়। বিজিবি সদস্যদের তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা সবাই ঢাকা থেকে ট্রেনযোগে সীমান্ত এলাকায় বিয়ার পান করতে এসেছেন বলে জানান। তবে বিষয়টি তদন্তের জন্য আটকদের বিজয়নগর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর