রবিবার, ৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রিজার্ভের পুরো অর্থ ফেরত দেওয়া হবে

প্রতিশ্রুতি ফিলিপাইন রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভের পুরো অর্থ ফেরত দেওয়া হবে

ফিলিপাইনের রাষ্ট্রপতি রদ্রিগো দুতের্তে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়া পুরো অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। চুরি যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইনে চার দিনের সফর শেষ হয়েছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দলের। প্রতিনিধি দলটিকে নিয়ে ম্যানিলায় বাংলাদেশ মিশনে সংবাদ সম্মেলন করেন জন গোমেজ। এ সময় তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, ‘৮১ মিলিয়ন ডলারের পুরোটাই ফেরত পাওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। এর কারণ হচ্ছে, আমি ফিলিপাইনে রাষ্ট্রপতির কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। তিনি আমাদের বলেছেন, চুরি হওয়া অর্থ পুরোটাই বাংলাদেশকে ফেরত দেওয়া হবে। ফিলিপাইন সরকার এজন্য আন্তরিকভাবে কাজ করছে।’ জন গোমেজ জানান, অর্থ উদ্ধারে সহায়তা চাওয়ার জন্য বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাষ্ট্রপতি দুতের্তের সঙ্গে সাক্ষাৎ করতে ফিলিপাইন সফর করতে পারেন। ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি করে হ্যাকাররা। কমিটির শুনানি চলাকালে ক্যাসিনো জাংকেট অপারেটর কিম অং তার কাছে ১৫ মিলিয়ন ডলার থাকার কথা স্বীকার করেন এবং পরে তা দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে ফেরত দেন। ফিলিপাইনের আইন অনুযায়ী, কোনো তৃতীয় পক্ষ আদালতে দাবি উত্থাপন না করলে এ অর্থ বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়া হবে। মালিকানার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ অর্থের মালিকানা দাবি-সংক্রান্ত একটি হলফনামা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল জমা দিয়েছে।

সর্বশেষ খবর