রবিবার, ৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এলেন পলাতক ও কারান্তরীণ নেতারা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন পলাতক এবং কারাগারে অন্তরীণ নেতারাও। এমনকি বিদেশে মামলায় বিচারাধীন থাকা ব্যক্তিরাও রয়েছেন। আরও রয়েছেন আদালতের সাজাপ্রাপ্ত নেতারা।

কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ১০ ট্রাক অস্ত্র মামলায় আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারান্তরীণ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী      লুত্ফুজ্জামান বাবর। তাকে রাখা হয়েছে নির্বাহী সদস্য পদে। অপর একটি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান। পুরনো কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা এবারও একই পদে বহাল থাকলেও আদালত থেকে তাকে একটি মামলায় ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালতের নিষ্পত্তি হওয়া মানি লন্ডারিংয়ের একটি মামলায় সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে উচ্চ আদালত। অন্যদিকে দলের পুরনো কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য। বর্তমানে তিনি একটি মামলায় বিচারাধীন রয়েছেন ভারতের মেঘালয়  রাজ্যের শিলংয়ে। এ ছাড়া আরও রয়েছেন নতুন কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক (বিদেশে পলাতক), ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু (দেশে পলাতক), সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ (সম্প্রতি ওয়ারেন্ট হওয়ায় ঢাকায় পলাতক), কেন্দ্রীয় নির্বাহী সদস্য হবিগঞ্জের জি কে গউছ (কারান্তরীণ), নির্বাহী সদস্য সিলেটের আরিফুল হক চৌধুরী (কারাগারে), গাজীপুরের সাবেক মেয়র ও নতুন কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, নতুন কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ূম, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রামের ওয়াহিদুল আলম প্রমুখ।

সর্বশেষ খবর