সোমবার, ৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
হাইকোর্টে পুলিশ প্রতিবেদন

শ্যামল ও সেলিম ওসমান উভয়ই পরিস্থিতির শিকার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবোস করানোর ঘটনায় স্থানীয় পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ার সাত্তার উচ্চবিদ্যালয়ে শিক্ষককে কান ধরে উঠবোস করানোর ঘটনাটি ছিল আকস্মিক। সেদিনের ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ও স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান উভয়ই উদ্ভূত পরিস্থিতির শিকার। গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু এ প্রতিবেদন দাখিল করেন। পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনে ওই ঘটনার জন্য সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হয়নি। এ বিষয়ে আদেশের জন্য ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

প্রতিবেদনে    উল্লেখ করা হয়, যেহেতু ঘটনাটি আকস্মিক এবং শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ও সংসদ সদস্য সেলিম ওসমান উভয়ই ঘটনার শিকার, তাই কোনো ব্যক্তির বিরুদ্ধে কারও অভিযোগ নেই। কেউ কোনো ধরনের জবানবন্দিও দেননি। তাই এ বিষয়ে কারও বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়, কান ধরে উঠবোস করানোর ঘটনায় কেউ দায়ী নয় বলে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। নারায়ণগঞ্জ বন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. মোখলেছুর রহমানের কাছে দেওয়া লিখিত জবানবন্দিতে শ্যামল কান্তি বলেন, ‘কান ধরে উঠবোস করার ঘটনাটি আকস্মিকভাবে ঘটেছে। এতে উচ্ছৃঙ্খল জনতা কিছুটা শান্ত হয়। আমি এবং এমপি সেলিম ওসমান মহোদয় উদ্ভূত ঘটনায় পরিস্থিতির শিকার। একটি মিথ্যা গুজবের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ ঘটনায় আমি কাউকে দোষারোপ করছি না এবং এ ঘটনায় আমার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় পুলিশ বা আদালতে কোনো অভিযোগ বা মামলা করব না।’ শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবোস করানোর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে ১৮ মে হাইকোর্ট রুল জারি করে। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর থানার কল্যাণদী এলাকার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জনতার সামনে কান ধরে উঠবোস করতে বাধ্য করেন সেলিম ওসমান। শিক্ষক লাঞ্ছনার ওই ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে এলে আদালত রুল জারি করে।

সর্বশেষ খবর