মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
২৩ বছরেও মামলা অনিষ্পন্ন

বিচারকের ব্যাখ্যা চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

দায়েরের ২৩ বছরেও একটি হত্যা মামলা কেন নিষ্পত্তি হয়নি, সে বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেছে হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ওই মামলার এক আসামির জামিন আবেদনের শুনানিকালে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আনোয়ারুল ইসলাম। ১৯৯৩ সালের ৬ আগস্ট আব্বাস উদ্দিন নামে এক যুবককে হত্যার ঘটনায় পরদিন চট্টগ্রামের সন্দীপ থানায় মামলা হয়। এ মামলায় ফয়েজ আহমেদ ওরফে চৌকিদার ফয়েজসহ ছয়জনকে আসামি করা হয়। দীর্ঘ ২৩ বছর পর গত ১১ মে গ্রেফতার হন ফয়েজ। এ মামলায় তিনি নিম্ন আদালতে জামিন চান। কিন্তু আদালত তার আবেদন খারিজ করে। পরে খারিজ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আসামি চৌকিদার ফয়েজকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তিন মাসের মধ্যে ওই মামলার বিচার শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর