মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ১৯ পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার অভিযোগে ১৯ পুলিশ সদস্যসহ ২৫ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন—দুদক। এদের মধ্যে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনকে পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল কুমিল্লা, টাঙ্গাইল, পাবনা ও ময়মনসিংহ জেলা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

সূত্র জানিয়েছে, দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পাবনার চাঁদাখাঁর বাঁশতলা থেকে পুলিশের ১৯ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই ডিএমপিতে কর্মরত। একই এলাকা থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সাবেক সমাজবিজ্ঞানী তাজুন্নাহারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পুলিশ সদস্যরা হলেন মো. আইয়ুব আলী, মো. কামরুল ইসলাম, আবদুল কুদ্দুছ শেখ, মো. আলী আব্বাছ, মোহাম্মদ আলী, মো. সবুজ মিয়া, মো. আবু হানিফ, মো. সাইফুল ইসলাম, মো. ফেরদৌস, মো. সাইফুল ইসলাম, মো. হায়দার আলী, মো. বুদ্ধি মিয়া, মো. শহিদুল ইসলাম, মো. আবদুল আউয়াল, মো. আমিরুল ইসলাম, মো. আল আমিন, মো. সোহেল রানা, মো. সুমন আহম্মেদ ও সুমন কুমার সরকার। এ ছাড়া পেনশনারদের জমাকৃত ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাতের অভিযোগে মোখলেসুর রহমান, বিল্লাল হোসেন পাটোয়ারী, আবদুল কাদের মিয়া, শুকুর মামুদ ও আনসার উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর