মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নিষিদ্ধ হতে পারে জাকির নায়েকের রিসার্চ ফাউন্ডেশন

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে নিষিদ্ধ হতে পারে ইসলামী ধর্ম প্রচারক জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)। বেআইনি কার্যক্রম আইনের আওতায় জাকিরের ওই সংস্থাটিকে নিষিদ্ধ করা  যেতে পারে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়। সন্ত্রাসমূলক কাজকর্মে ইন্ধন দেওয়ার অভিযোগে বেশ কিছুদিন ধরেই জাকিরের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নজর রাখছে গোয়েন্দা সংস্থাগুলো।

গত ১ জুলাই ঢাকার গুলশান হামলার পরই জাকির নায়েকের নাম উঠে আসে। হামলায় যুক্ত দুই জঙ্গি জাকিরের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই মুম্বাইয়ে তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের দফতরে অভিযান চালানো হয়। পরে সেই দফতর সিলগালা করে পুলিশ। প্রসঙ্গত, ১৯৯১ সালে সংস্থাটি গড়েছিলেন জাকির নায়েক। কিন্তু ধর্ম প্রচারের আড়ালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জাকিরের সংগঠনটি জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এর আগে ২০০৫ ও ২০১২ সালেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সে সময় তার বিরুদ্ধে দায়ে করা এফআইআরের ভিত্তিতে সবকিছু খতিয়ে  দেখে তার সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করার সপক্ষে কেন্দ্র সরকারের কাছে আরজি জানিয়েছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রালয়ের সুপারিশ, জাকিরের সংগঠনটিকে ‘বেআইনি’ বলে ঘোষণা করা হোক। ঢাকার হামলার পর এরই মধ্যে জাকিরের পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, পিস নামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। যদিও সৌদি আরব থেকে ভিডিও সাক্ষাৎকারে বার বারই নিজেকে নির্দোষ দাবি করেছেন জাকির নায়েক।

সর্বশেষ খবর