শিরোনাম
বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পরিবেশের অভাবে তরুণরা বিপথগামী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পরিবেশের অভাবে তরুণরা বিপথগামী

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সমাজে দুর্নীতিমুক্ত পরিবেশ না থাকায় নতুন প্রজন্মের তরুণরা হতাশ হচ্ছে। এমন পরিবেশই তাদের বিপথগামী করছে। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘দুর্জয় তারুণ্য-দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’ স্লোগানকে ধারণ করে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ঢাবির উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলামসহ টিআইবির অনুপ্রেরণায় গঠিত ইয়েস এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, বিভিন্ন স্কুলের বিতার্কিক এবং টিআইবি কর্মীরা অংশ নেন। এ সময় তারা দুর্নীতি থেকে বিরত থাকার এবং সর্বগ্রাসী এই কালো শক্তিকে প্রতিহত করার অঙ্গীকার করেন। মানববন্ধন শেষে টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) ও টিআইবির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দুর্নীতি একটি পিচাশবোধক প্রত্যয়। এটিকে প্রতিরোধ করার উপযুক্ত সময় হচ্ছে তারুণ্যের সময়। তাই তাদের হতাশামুক্ত করতে হবে এবং তাদেরকে দিয়েই দুর্নীতি প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে জঙ্গিবাদ-উগ্রবাদ বা সাম্প্রদায়িকতার বিষয়গুলো মোটেই মেনে নেওয়া যায় না। এ ধরনের চেতনা বর্জন করতে হবে। তিনি উল্লেখ করেন, তরুণদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ। এ দেশের যতো ইতিবাচক অর্জন রয়েছে- রাজনৈতিক এবং সামাজিকভাবে সব অর্জনে নেতৃত্ব দিয়েছে তরুণরাই। এরই ধারাবাকিতায় দুর্নীতির মতো সমস্যা কাটিয়ে উঠতে তরুণদেরই এগিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর