বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ফের বিতর্কে ট্রাম্প

ফের বিতর্কে ট্রাম্প

বেফাঁস মন্তব্য করতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জুড়ি মেলা ভার। এবার তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে বসেছেন। মঙ্গলবার এক সমাবেশে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, আগ্নেয়াস্ত্র ব্যবহারের অধিকার কাজে লাগিয়ে তার সমর্থকরা ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি  ক্লিনটনকে ঠেকাতে পারেন। ট্রাম্পের ভাষ্য ছিল, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে হিলারি সুপ্রিমকোর্টে উদার বিচারক মনোনয়ন দেবেন। এমন হলে আগ্নেয়াস্ত্র রাখার অধিকার হুমকির মুখে পড়বে। আগ্নেয়াস্ত্র অধিকারের পক্ষের লোকজনের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তারা হিলারির ক্ষমতায় আসা ঠেকাতে পারেন। ট্রাম্পের এই বক্তব্য ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ এনেছেন।

হিলারির প্রচার শিবির থেকে ট্রাম্পের এই মন্তব্যকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করা হয়েছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট প্রার্থীর কোনোভাবেই সহিংসতার পরামর্শ দেওয়া উচিত নয়। অবশ্য ট্রাম্পের প্রচার শিবির থেকে জানানো হয়, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী আসলে আগ্নেয়াস্ত্র অধিকার কর্মীদের ভোটের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আনতে বলেছেন। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর