শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হাসনাত-তাহমিদের রিমান্ড শেষ

দ্বিতীয় দফা চাওয়া হবে আজ

নিজস্ব প্রতিবেদক

গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় জড়িত সন্দেহে ৫৪ ধারায় গ্রেফতার প্রকৌশলী হাসনাত রেজা করিম ও কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানের রিমান্ড শেষ হচ্ছে আজ। আট দিনের রিমান্ড শেষে তাদের আজ আদালতে পাঠাবেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ূন কবীর।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, আজ আবার তাদের দ্বিতীয় দফায় রিমান্ড চাওয়া হবে। তবে গত রাত পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেননি তারা। নাম প্রকাশ  না করে এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তবে সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য দ্বিতীয় দফায় রিমান্ডের প্রয়োজন হবে। সূত্র আরও বলছে, হলি আর্টিজানে হামলার ১০ মিনিটের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাতের মোবাইল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে কল এবং ছবি পাঠানোর বিষয়টিই সামনে চলে আসছে। হাসনাত রেজা করিম ব্রিটেনের নাগরিক। এজন্য বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে দফায় দফায় তদন্তসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোনোভাবেই যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। হাসনাতের পারিবারিক সূত্র জানায়, ক্লাস ফোর থেকেই হাসনাত ব্রিটেনে অবস্থান করছিলেন। ব্রিটেনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্নের আগেই তিনি সেখানকার নাগরিকত্ব লাভ করেন। পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ২০০২ সাল থেকে বাংলাদেশে এসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেব যোগ দেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক প্রশ্নেরই অসংলগ্ন উত্তর দিচ্ছেন হাসনাত। পরিবারের পক্ষ থেকে হাসনাতের মানসিক সমস্যা আছে দাবি করলেও তদন্তসংশ্লিষ্টরা এ বিষয়টিও খতিয়ে দেখছেন। নেওয়া হচ্ছে চিকিৎসকের সহায়তা। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, হাসনাত ও তাহমিদের আট দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। তবে দ্বিতীয় দফায় রিমান্ড চাওয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তদন্ত কর্মকর্তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, ৪ আগস্ট হাসনাত ও তাহমিদকে গ্রেফতারের পর আট দিনের রিমান্ডে নিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।

সর্বশেষ খবর