শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
তোফায়েল-শ্রিংলা বৈঠক

ভারতে পাট রপ্তানির জটিলতা দূর করা হবে

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। পাটসহ কিছু পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। এ জটিলতা দূর করে রপ্তানি বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।

গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি আগের তুলনায় বেড়েছে। গত নয় মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৩১ শতাংশ। চলমান বর্ডারহাট ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বর্তমান চারটি বর্ডারহাট চালু রয়েছে, দুটি হাটের নির্মাণকাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং আরও সাতটি হাট স্থাপনের বিষয় বিবেচনাধীন আছে। মন্ত্রী আরও বলেন, বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি থাকলেও তা বাংলাদেশের জন্য ক্ষতিকর নয়, কারণ ভারত থেকে বাংলাদেশ কাঁচামাল আমদানি করে পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে বিপুল পরিমাণ রপ্তানি আয় করছে। সে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ইতিবাচক। তবে ভারত থেকে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে যাতে অতিরিক্ত কোনো ধরনের শুল্ক আরোপ করা না হয়, সে বিষয়ে উভয় দেশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে ভারত সব ধরনের সহযোগিতা দেবে। এ বিষয়ে উভয় দেশ পরস্পরকে সহযোগিতা করতে একমত। হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে। ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি আগের তুলনায় বেড়েছে। ভারতে বাংলাদেশের যে কোনো ধরনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে। এ বিষয়ে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায় ও যুগ্মসচিব (এফটিএ) মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর