শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় হতে পারে সেপ্টেম্বরে

-------------সুরঞ্জিত

নিজস্ব প্রতিবেদক

আইনবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামী মাসেই (সেপ্টেম্বরে) হতে পারে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কমিটির সদস্য তালুকদার মো. ইউনুস উপস্থিত ছিলেন। সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদীয় কমিটির প্রত্যেক বৈঠকে ২১ আগস্ট হামলা মামলার অগ্রগতি জানানোর বিষয়ে একটি নির্দেশনা রয়েছে। সে হিসেবে আজকের বৈঠকেও আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি অবহিত করেছেন। তিনি বলেছেন, বর্তমানে ২২৪তম সাক্ষীর জেরা চলছে। আর দুই সাক্ষীর জেরা বাকি আছে। এর পরই মামলার রায় হবে। মন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বরেই রায় হতে পারে। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২২ জন নিহত হন। সুরঞ্জিত সেন বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ আজ আমরা সুপ্রিমকোর্ট জাজেস (ছুটি, অবসর ভাতা ও সুযোগ-সুবিধাদি) সংশোধন বিল, ২০১৫ সংসদে রিপোর্ট প্রদানের জন্য চূড়ান্ত করেছি। প্রায় এক বছর আগে বিচারপতিদের অবসরভাতা বিষয়ক বিলটি সংসদে উত্থাপিত হলেও সুপ্রিমকোর্টের পক্ষ থেকে কমিটির বৈঠকে কোনো প্রতিনিধি না থাকায় তা চূড়ান্ত করা যাচ্ছিল না। আগে সংসদের এসব বৈঠকে সুপ্রিমকোর্টের প্রতিনিধি উপস্থিত থাকলেও নতুন প্রধান বিচারপতি এসে তা বন্ধ করে দেন। তাদের যুক্তি ছিল এ কমিটিতে যদি সুপ্রিমকোর্টের প্রতিনিধি পাঠালে সর্বোচ্চ আদালতের অবমাননা হবে। অবশেষে আজকের (১১ আগস্ট) বৈঠকে রেজিস্ট্রার জেনারেল উপস্থিত ছিলেন। এতে সংসদ ও সংবিধানের জয় হয়েছে। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ইপিজেড শ্রম বিল, ২০১৬ আলোচনা হয়। কমিটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, আইনমন্ত্রী আনিসুল হক, বিশেষ আমন্ত্রণে ড. মহীউদ্দীন খান আলমগীর, মো. তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, বেগম সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, মো. আবদুল মজিদ খান ও সফুরা বেগম বৈঠকে অংশ নেন। বৈঠকে আইন কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন, বিচার ও সংসদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর