শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীতে ট্রেন কর্মীদের ওপর হামলা তুলকালাম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পদ্মা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের গার্ডের ওপর হামলা ও দুই টিকিট পরীক্ষককে মারধরের ঘটনায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল ভোরে ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে। বিনা টিকিটের যাত্রীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে জিআরপি পুলিশের হাবিলদার গাজীউর ও কনস্টেবল হামিদুলকে সাসপেন্ড করা হয়েছে।

পদ্মা এক্সপ্রেস ট্রেনের গার্ড ফারুক আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটিতে এক যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করছিলেন। টিকিট পরীক্ষক ওয়ালীউল্লাহ শিবলী তার কাছে টিকিট চাইলে ওই যাত্রী ক্ষুব্ধ হন। এরপর তিনিসহ অন্যরা ওই যাত্রীকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেন। কিন্তু জিআরপি পুলিশ তাকে নিতে অস্বীকৃতি জানায়। এরই এক পর্যায়ে মোবাইল ফোনে ওই যাত্রী ঈশ্বরদীতে তার স্বজনদের ফোনে আসতে বলেন। ট্রেনটি ঈশ্বরদী বাইপাসে আসার পর আকস্মিক হামলা চালায় ওই যাত্রী ও তার স্বজনরা। তারা গার্ড ফারুক আহমেদ, টিকিট পরীক্ষক ওয়ালীউল্লাহ শিবলী ও বাবুকে মারধর করেন। এ সময় জিআরপি পুলিশের সদস্যরা নিশ্চুপ ছিলেন। এ ঘটনার পর ট্রেনটি রাজশাহী স্টেশনে আসার পর রাজশাহী থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্মচারীরা। খবর পেয়ে সেখানে ছুটে আসেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খায়রুল আলম। তিনি রেলের গার্ড, টিকিট পরীক্ষকদের সঙ্গে বৈঠক করেন। এরপর জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ওই ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খায়রুল আলম জানান, যাত্রীদের কথা চিন্তা করে ট্রেন চলাচলের সঙ্গে জড়িতরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। তারা পুলিশকে বলেছেন, অপরাধীকে খুঁজে বের করতে। এদিকে এ ঘটনার পর রাজশাহী থেকে দেশের সব রুটে এক ঘণ্টা বিলম্বে ট্রেন চলাচল শুরু করে। সাগরদাড়ি, তিতুমীর, মধুমতি ও সিল্কসিটি ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর।

সর্বশেষ খবর