শিরোনাম
শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি এনজিও চিহ্নিত করতে হবে

রুহুল আমিন রাসেল

জঙ্গি এনজিও চিহ্নিত করতে হবে

কাজী খলীকুজ্জমান

জঙ্গি অর্থায়ন করছে এমন এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠান দ্রুত চিহ্নিত করে সরকার কঠোর ব্যবস্থা নিতে পারলে সন্ত্রাসী অর্থায়ন বন্ধ হবে বলে মনে করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ ও ঢাকা স্কুল অব ইকোনমিকসের চেয়ারম্যান প্রখ্যাত অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। দেশে জঙ্গি অর্থায়ন বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেছেন, জঙ্গিদের এনজিও এবং আর্থিক প্রতিষ্ঠান ও তাদের কিছু ব্যক্তির কাছে প্রচুর টাকা আছে। বিদেশ থেকেও নানা পথে তাদের টাকা আসে। এই অর্থায়ন বন্ধে জঙ্গি এনজিওগুলো নিষিদ্ধ করতে হবে। কারণ, কুখ্যাত যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদ সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালনকালে জামায়াত সারা দেশে যে এনজিও প্রতিষ্ঠা করেছে, সেগুলো এখন তাদের ভোল পাল্টে ফেলেছে। জঙ্গিবাদ ও জঙ্গি-সন্ত্রাসী অর্থায়নের     বিভিন্ন দিক নিয়ে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ আরও বলেন, সন্ত্রাসবাদ দমনে সরকারের ব্যাপক তত্পরতায় জঙ্গিরা এখন সতর্কতা অবলম্বন করছে। তাই অর্থায়ন বন্ধে ব্যাংকগুলো যে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে, তা অব্যাহত রাখতে হবে। জঙ্গি অর্থায়ন বুঝলে সে ব্যাংক হিসাব বা আর্থিক লেনদেন বন্ধ করতে হবে। এর সঙ্গে সরকার ও জনগণের জঙ্গি-সন্ত্রাসবিরোধী তত্পরতা বাড়াতে হবে। জঙ্গিদের নিত্য-নতুন কৌশল ধরতে আইন-প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় ও সজাগ থাকতে হবে। এমনকি জঙ্গিরা নিত্যনতুন যেসব প্রযুক্তি ব্যবহার করছে, তাও ধরতে সরকারকে নজরদারি বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জঙ্গিবাদ দমন অবশ্যই সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট জনশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তুলতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। জঙ্গিরাও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তাই তাদের দমন করতে উন্নত প্রযুক্তির প্রয়োজন। বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো দীর্ঘদিন থেকে অর্থনৈতিক শক্তি গড়ে তুলেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জঙ্গি অর্থায়ন না করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে। তবে ব্যাংক বহির্ভূত অনেক প্রতিষ্ঠানসহ জঙ্গি অর্থায়নের অন্যান্য উৎসও নিয়ন্ত্রণে আনা জরুরি। বিভিন্ন এনজিও এবং স্থানীয় জনভিত্তিক প্রতিষ্ঠানসহ গ্রামীণ অর্থায়ন ও উন্নয়ন সংস্থাসমূহকে এ বিষয়ে উঁচু মাত্রার সতর্কতা অবলম্বন করতে হবে। দেশবরেণ্য এই অর্থনীতিবিদ বলেন, দেশে জঙ্গিবাদী চক্রান্ত শুধু অর্থনীতির বিরুদ্ধে নয়, পুরো রাজনীতির বিপক্ষে গভীর ষড়যন্ত্র হিসেবেই কাজ করছে। আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশি-বিদেশি সেসব চক্রান্তকারীরা বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে উঠতে দিতে চায় না। তাই জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকারে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্য অর্জনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বিত প্রচেষ্টা জরুরি। ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, গত ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে এবং ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলাকারীরা ঘৃণ্য বিপথগামী। দেখা যাচ্ছে, সাধারণ মানুষ অসহায়ভাবে এই জঙ্গি হামলার শিকার হচ্ছেন বিশ্বের দেশে দেশে। যেমন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, তুরস্ক বা বাংলাদেশে। আর ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তো তা নিত্যনৈমিত্তিক ঘটনা। যারা এই সন্ত্রাসী হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে, প্রশিক্ষণ দিচ্ছে, অর্থায়ন করছে এবং বাস্তবে ঘটাচ্ছে— এরা প্রায় সবাই ইসলাম ধর্মের অনুশাসনের অপব্যাখ্যাকারী ও বিকৃত ব্যাখ্যাদানকারী বিপথগামী ব্যক্তি। তার মতে, এই শতাব্দীর শুরুর দিকে নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তাদের সহযোগী কিছু দেশ যুদ্ধ চালায় আফগানিস্তান এবং ইরাকে। জঙ্গি-সন্ত্রাসী উগ্রপন্থিদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে হবে উল্লেখ করে পিকেএসএফের এই চেয়ারম্যান বলেন, শক্তি প্রয়োগের পাশাপাশি ন্যায়ানুগ রাষ্ট্রীয় ও বিশ্বব্যবস্থা গড়ার অঙ্গীকার থাকতে হবে। এ লক্ষ্যে বিশ্ব নেতৃবৃন্দকে, বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক বিবেচনায় ক্ষমতাধর রাষ্ট্রসমূহকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তার মতে, জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকারে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে হবে। ড. কাজী খলীকুজ্জমান আহমদ আরও বলেন, কোনো কোনো সরকারি নেতা বা কর্মকর্তা একটি জঙ্গি ঘটনা ঘটার পর বেফাঁস কথা গণমাধ্যমে বলে থাকেন। শুধু এ বিষয় নয়, অন্যান্য অনেক বিষয়ে যাদের যে দায়িত্ব নয়, তাদেরও বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য রাখতে শোনা যায়। এটি কাম্য নয়। এ ক্ষেত্রে সমন্বয় প্রয়োজন। তার মতে, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে ধর্মান্ধতা ও জঙ্গিবাদের স্থান থাকতে পারে না। তা নির্মূলে স্ব স্ব অবস্থান থেকে আমাদের সবাইকে অবদান রাখতে হবে।

সর্বশেষ খবর