রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হাসনাত ও তাহমিদ ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় এবার নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে গ্রেফতার দেখিয়ে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক এ রিমান্ডের আদেশ দেন। একই ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে পুলিশ ছয় দিনের রিমান্ডে নিয়েছে। রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম গোলাম নবী।

গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গুলশান হামলা মামলায় হাসনাতকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে হাসনাত ও তাহমিদকে রিমান্ডে নেওয়া হয়। গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত ও তাহমিদকে গ্রেফতারের কথা ৩ আগস্ট জানায় পুলিশ। পরে তাদের আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গতকাল ফের তাদের দ্বিতীয় দফা রিমান্ডে নেয় পুলিশ। তদন্তসংশ্লিষ্টরা জানান, হাসনাতের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ বিষয়টি আরও যাচাই-বাছাই করার জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেফতার দেখানো হয়েছে হলি আর্টিজানে হামলা মামলায়। বিশেষ করে হলি আর্টিজান রেস্টুরেন্টে থাকা অবস্থায় বিভিন্ন ছবিতে তার শারীরিক অভিব্যক্তি অনেক কিছুই ইঙ্গিত দিচ্ছে। প্রকৃতপক্ষেই তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে আরও অনুসন্ধান প্রয়োজন। হাসনাত ব্রিটেনের নাগরিক হওয়ায় ব্রিটিশ হাইকমিশন তার ব্যাপারে ঘন ঘন খোঁজখবর নিচ্ছে। সূত্র আরও জানায়, তাহমিদের সঙ্গে থাকা তার দুই গার্লফ্রেন্ড কিংবা উদ্ধার হওয়া কারও বক্তব্যেই তার সম্পৃক্ততার বিষয়টি আসছে না। তবে হাতে অস্ত্র নেওয়া এবং বিভিন্ন ছবিতে তার শারীরিক অভিব্যক্তির বিষয়ে আরও নিশ্চিত হতেই তাহমিদকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। প্রসঙ্গত, ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়। রাতভর জিম্মি সংকটের পর ২ জুলাই সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান থেকে ১৩ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে আটজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে হাসনাত করিম ও তাহমিদ ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। ৮ জুলাই পুলিশ হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা জানালেও তারা বাসায় ফিরে যাননি। ৩ আগস্ট পুলিশ তাদের গ্রেফতারের কথা জানায়।

সর্বশেষ খবর