রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঘুষের জন্য পুরো মন্ত্রণালয়কে দায়ী করিনি : নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করে আলোচনায় থাকা চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, এ ঘটনার জন্য পুরো মন্ত্রণালয়কে দায়ী করেননি তিনি। তার ওই বক্তব্যের সূত্র ধরে যারা সরকারের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করছেন বলেও অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা। গতকাল চট্টগ্রাম চেম্বারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাছির বলেন, আমরা একটা দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে চাই। এখানে ব্যক্তির জন্য তো পুরো প্রশাসনকে দায়ী করা যাবে না। ব্যক্তির জন্য পুরো মন্ত্রণালয়কে অভিযুক্ত করা যাবে না। আমি তো পুরো মন্ত্রণালয়কে দায়ী করি নাই। চট্টগ্রামে গত বুধবার এক আলোচনায় মেয়র অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘুষ না দেয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য বরাদ্দ কম দেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মনে করছেন, মেয়র আ জ ম নাছির উদ্দিনকে ব্যাখ্যা দেওয়ার চিঠি দিয়ে চট্টগ্রামবাসীকে অপমান করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে সাত দিন সময় বেঁধে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিকে হেয় করা হয়েছে। গতকাল বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আয়োজিত প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশে এমন অভিযোগ করেছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মেয়র নাছির উদ্দিনের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন তারা। সমাবেশ থেকে ঘুষের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থানের কারণে চট্টল মেয়রকে স্থানীয় সরকারের দেওয়া পত্রে উষ্মা প্রকাশ করা হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে মন্ত্রণালয়ের পত্রটি প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে মেয়রের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংগঠনের সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বরেণ্য রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী আব্বাস, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ মাহমুদ ইসহাক, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সাংবাদিক সৈয়দ উমর ফারুক, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, নগর আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী, সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ড. মাহমুদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু, ব্যবসায়ী নেতা জামাল হোসেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি সৌজন্যতাবহির্ভূত। আ জ ম নাছির উদ্দিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন। তাই মন্ত্রণালয়ের চিঠির ভাষা রূঢ় হতে পারে না। এ ছাড়া স্থানীয় সরকার সচিব সাংবাদিকদের কাছে যে মন্তব্য করেছেন তা শিষ্টাচার পরিপন্থী। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের এবং মন্ত্রীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, চট্টগ্রাম যেন বঞ্চিত না হয় সে ব্যাপারে প্রত্যেককে সজাগ হতে হবে। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড। তাই চট্টগ্রাম বাঁচলে সারা দেশ বাঁচবে।

সর্বশেষ খবর