রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

উগ্রবাদ দমননীতি পুনর্মূল্যায়ন করুন

যুক্তরাজ্য প্রতিনিধি

উগ্রবাদ দমননীতি পুনর্মূল্যায়ন করুন

যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ইসলামী উগ্রবাদ দমনে সরকারি নীতির কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী এমপি। একই সঙ্গে তিনি ওই নীতি পুনর্মূল্যায়নের দাবি করেছেন। নিজের নির্বাচনী এলাকা বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের এক স্কুলছাত্রী আইএসে যোগ দিয়ে সিরিয়ায় নিহত হয়েছে— এমন খবর প্রকাশিত হওয়ার ঘটনায় শুক্রবার বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি তোলেন। বিরোধী লেবার পার্টির এই এমপি আরও বলেন, সরকারি নীতির যথাযথ পুনর্মূল্যায়ন প্রয়োজন। সরকারকেই প্রতিষ্ঠা করতে হবে কোন নীতিটি কাজ করছে, আর কোনটি কাজ করছে না।

অন্যদিকে রুশনারার উদ্বেগের জবাবে নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী বেন ওয়ালেস বিবিসিকে বলেছেন, ২০০৭ সালে তৎকালীন লেবার সরকার উগ্রবাদ দমন প্রকল্প চালু করে। এর পর থেকে নিয়মিতভাবে নীতিগুলো পর্যালোচনা করা হচ্ছে। প্রসঙ্গত, পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির তিন ছাত্রী জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে গত বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ায় পাড়ি জমায়। তাদের মধ্যে খাদিজা সুলতানা ও শামীমা বেগম বাংলাদেশি বংশোদ্ভূত। এর মধ্যে খাদিজা সুলতানা কয়েক সপ্তাহ আগে বোমা হামলায় নিহত হয়েছে বলে পরিবার জানতে পেরেছে। পারিবারিক আইনজীবীর মতে, খাদিজা আইএস ছেড়ে পালাতে চেয়েছিল। কিন্তু সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটি রাক্কায় রুশ বিমান থেকে বোমা হামলা চালানো হলে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর