সোমবার, ১৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি

সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস আমার জন্য কষ্টকর দিন। এই দিনে আমি বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। আমার হাত বাঁধা ছিল।’ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় সেনাপ্রধানের দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক সফিউল্লাহ আরও বলেন, তিনিসহ ওই সময়কার বিমানবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানকে ‘বাধ্য হয়ে’ মোশতাক সরকারের প্রতি সমর্থন দিতে হয়েছিল। গতকাল জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ—৭১ আয়োজিত ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন কে এম সফিউল্লাহ। ওই আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়া যে জড়িত ছিলেন, তা তদন্তেই বেরিয়ে এসেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা কেবল কয়েকজনের ষড়যন্ত্র ছিল না। এটি ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র। আলোচনা সভায় আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান ৮ নম্বর সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান, বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী ও ফোরামের যুগ্ম মহাসচিব মেজর জিয়াউদ্দিন আহমেদ (অব.), সাবেক রাষ্ট্রদূত ওয়ালি উর রহমান, ফোরামের সহ-সভাপতি ও তৎকালীন টুঙ্গিপাড়ার পুলিশ কর্মকর্তা এডিআইজি নুরুল আলম, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব প্রমুখ।

সর্বশেষ খবর