সোমবার, ১৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ইসলাম জঙ্গির ধর্ম নয়

দিনাজপুর প্রতিনিধি

ইসলাম জঙ্গির ধর্ম নয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ইসলাম হলো শান্তির ধর্ম। এটি কোনো জঙ্গির ধর্ম নয়। ইসলাম ধর্ম সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও হত্যা সমর্থন করে না। গতকাল দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ পুরাতন শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন আয়োজিত চলমান নৈরাজ্য সৃষ্টি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন। পীর চরমোনাই বলেন, নৈরাজ্য সৃষ্টি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও গুপ্তহত্যায় জড়িতরা প্রকৃত মুসলমান নয়। তারা আল্লাহর রসুলের সুন্নত মেনে চলে না। তারা গুলশানে তারাবির নামাজের সময় মানুষ হত্যা করেছে। সে সময় তো তাদের তারাবির নামাজ পড়ার কথা। নামাজ বাদ দিয়ে মানুষ হত্যা করছে এ কেমন মুসলমান? তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও গুপ্তহত্যা রুখতে সর্বক্ষেত্রে ইসলামী আইন চালু করতে হবে। কারণ একমাত্র প্রকৃত ইসলাম শিক্ষাই শান্তি দিতে পারে। ‘ইসলাম শান্তির ধর্ম’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রশংসা করে তিনি জানান, শুধু মুখে বললে হবে না, শিক্ষা ক্ষেত্রে ইসলাম সুন্নাহর বিরোধী সব কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বীরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ডা. মো. মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা আমির মাওলানা সোহরাব হোসেন, সহসভাপতি মুফতি আবদুল বাসেদ, সেক্রেটারি মুফতি খাইরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর